আন্তর্জাতিক

যেখানে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

এ বছর খাদ্য সংকটের ক্ষেত্রে বিভিন্ন দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল হাংগার ইনডেক্স (জিএইচআই)। ১১৮টি দেশের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, খাদ্য সংকটে ভারত এবং পাকিস্তানের তুলনায় বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অভুক্ত  মানুষের সংখ্যা তুলনামূলক কম। খাদ্য সংকটের তালিকায় ভারতের অবস্থান ৯৭। আফ্রিকার দরিদ্র দেশ নাইজার, চাদ, ইথিওপিয়া ভারতের দুই প্রতিবেশি দেশ আফগানিস্তান এবং পাকিস্তানের কাছাকাছি অবস্থানে রয়েছে। এদিকে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং চীনে ভারতের চেয়ে খাদ্য সংকট কম। অর্থাৎ এই দেশগুলো খাদ্যসংকটে ভারত এবং পাকিস্তানের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তালিকায় বাংলাদেশ ৯০, চীন ২৯, নেপাল ৭২, মিয়ানমার ৭৫, শ্রীলঙ্কা ৮৪ এবং পাকিস্তান ১০৭তম অবস্থানে রয়েছে। তালিকার প্রথম সারিতে থাকা দেশগুলোতে খাদ্য সংকট অপেক্ষাকৃত কম। তালিকার নিচের দিকে থাকা দেশগুলোতে খাদ্য সংকট তীব্র। খাদ্য সংকটের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফুড পলিশি রিসার্চ ইন্সটিটিউটের (আইএফপিআরআই) এই তালিকায় ভারত এবং পাকিস্তান একেবারেই নিচের দিকে অবস্থান করছে। অর্থাৎ এশিয়ার এই দুই দেশের মধ্যে খাদ্য সংকট বাংলাদেশের তুলনায় তুলনামূলক বেশি।বিভিন্ন দেশের অভ্যন্তরে খাদ্যের চাহিদা, যোগান এবং খাদ্য সংকটসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে গ্লোবাল ইনডেক্স। খাদ্য সংকট রোধে বিভিন্ন দেশের লড়াই, তাদের সফলতা এবং ব্যর্থতার ওপর ভিত্তি করেই দেশগুলো তালিকায় স্থান করে নেয়। রিপোর্ট অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোতে ২০০০ সালের পর থেকে খাদ্য সংকট ২৯ শতাংশ কমেছে। তবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (কার), চাদ এবং জাম্বিয়াসহ সাতটি দেশ খাদ্য সংকটে আশঙ্কাজনক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। টিটিএন/পিআর

Advertisement