জাতীয়

সিলেট ওসমানী মেডিকেলে একরাতেই ১০ শিশুর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একরাতেই পাঁচ নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত এই মৃত্যু হয়।মৃত শিশুরা হলো সিলেটের গোয়াইনঘাটের সায়মা (দেড় বছর), জকিগঞ্জের দশগ্রামের আকাশ (৭ দিন), নগরীর শেখঘাটের নিলুমার নবজাতক মেয়ে, শাহপরাণের আসমা ও সন্ধ্যা রাণীর নবজাতক মেয়ে, সুনামগঞ্জ সদরের তাজরিয়া (সাড়ে তিন বছর), মেহেদী (আড়াই মাস), ছাতকের শাফরাজ (৩ বছর), বিশ্বম্ভরপুরের নাদিনা (৬ মাস), হবিগঞ্জের ইয়াসমিন (৩ দিন)।শিশুদের স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে শিশুদের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।তবে তাদের এ অভিযোগ অস্বীকার করে চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন রোগ ও ঠাণ্ডাজনিত কারণে এসব শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য চিকিৎসকরা দায়ী নয়।হাসপাতালের উপপরিচালক ডা. আবদুস সালাম জানান, প্রতিদিন গড়ে হাসপাতালে ১০ জন রোগী মারা যান। এর মধ্যে ১/২ জন শিশু থাকে। কিন্তু গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩২ জন রোগী মারা গেছেন। এর মধ্যে গত সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ১০টি শিশু মারা গেছে। বিএ/এআরএস/আরআই

Advertisement