জাতীয়

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিতে হবে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কসহ বাংলাদেশ, ভারতের পুর্বাঞ্চল, চীনের কুনমিং, নেপাল, ভুটান ও মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা জোট গঠনের সর্বাত্মক উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির এক সভায় তিনি এ আহ্বান জানান। মালেক রতন বলেন, এ অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক যেমন গুরুত্বপুর্ন তেমনি চীনের সাথেও একইভাবে গুরত্বপূর্ণ। বর্তমানে বিশ্ব পরিসরে ও আঞ্চলিকভাবে যেভাবে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এতে এ অঞ্চলে কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট ইকোনোমি ও কর্মসংস্থানের গতি বৃদ্ধি, বাংলাদেশের জলে-স্থলে-অন্তরীক্ষে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ রক্ষন, আহরণসহ সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলার জন্যও এ সহযোগিতার কোনো বিকল্প নেই।উদযাপন কমিটির আহ্বায়ক এম এ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন- আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সুলতান আহমেদ বাচ্চু, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ।এইউএ/এসএইচএস/এবিএস

Advertisement