এ বছর সাহিত্যে নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের গীতিকার ও গায়ক বব ডিলান। ঐতিহ্যগত মার্কিন সংগীতে নতুন কাব্যিক ধারা সৃষ্টিতে অবদান রাখায় ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি গায়ক এ বছর সাহিত্যের নোবেল পেয়েছেন বলে নোবেল কমিটি জানিয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে সেই সময় বাঙালির জন্য, বাঙালির পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন ও রবি শংকরের সঙ্গে গান করেছিলেন ডিলান। সেই সময় মানবতার পক্ষে গেয়েছিলেন তিনি।সাহিত্যে নোবেল জয়ী ১১৩তম লেখক ও ২৫৯তম মার্কিনি হিসেবে বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি।বব ডিলান ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তিনি রবার্ট অ্যালেন জিমারম্যান নামেও পরিচিত। ১৯৫৯ সালে সংগীতে কর্মজীবন শুরু করলেও যুক্তরাষ্ট্রের মিনেসোটায় তার একটি কফি হাউজ রয়েছে। ১৯৬০ সালের পর থেকে সংগীতে খ্যাতি ছড়াতে শুরু করে তিনি। এ সময় আমেরিকার বিপর্যয় নিয়ে তিনি অনানুষ্ঠানিক ইতিহাসবিদ হয়ে ওঠেন।আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার বব ডাইল্যানের কাছে হস্তান্তর করবে রয়্যাল সুইডিশ একাডেমি।এসআইএস/এবিএস
Advertisement