জাতীয়

চীনের সঙ্গে ২৫টির অধিক চুক্তি স্বাক্ষর হবে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরকালে ২৫টির অধিক চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সফর উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অংশ হিসেবে ৩০ বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বাংলাদেশ সফর করবেন। এ সফরে ২৫টির বেশি চুক্তি ও সমঝোত স্মারক স্বাক্ষর হবে।এসব চুক্তির ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক, সেতু, রেল ও জলপথ যোগাযোগ, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সহজ হবে। এছাড়া এসব চুক্তির ফলে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।তিনি আরো বলেন, এসব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দু’দেশের মধ্যে সমুদ্র সম্পদসহ দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র সংযোজিত হবে।মাহমুদ আলী বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ অভ্যার্থনা জানাবেন। এছাড়া বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের দুটি জেট চীনের প্রেসিডেন্টের বিমানকে স্কট করে নিয়ে আসবে।সফরকালে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামীকাল শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে চীনের প্রেসিডেন্ট ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন।এমইউএইচ/আরএস/এবিএস

Advertisement