বিনোদন

রোশানের বিপরীতে জাজের নতুন চমক

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনির বিপরীতে ‘রক্ত’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক রোশানের। এরপর জানা যায়, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন আরেকটি ছবিতে কলকাতার শুভশ্রীর বিপরীতে কাজ করবেন এই নতুন নায়ক।কিন্তু এবার জানা গেল, শুভশ্রী নয়, রোশানের দ্বিতীয় ছবিতে তার বিপরীতে এবার নতুন মুখ উপহার দিতে যাচ্ছে জাজ। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধেৎতেরিকি’র নাম ঘোষিত হয়েছে। আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার পাশাপাশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রোশান। এখানে একদম নতুন মুখের বিপরীতে পর্দায় আসছেন তিনি। অচিরেই তার নাম ঘোষণা হবে।রোশান জানান, ‘এই ছবিতে নতুন চমক নিয়ে আসছে জাজ। সেটি হলো আমার নায়িকা। এখানে প্রতিষ্ঠানটি উপহার দেবে আরো একটি নতুন মুখ। শিগগিরই জাঁকজমকভাবে অনুষ্ঠানিকতার মাধ্যমে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে নতুন নায়িকাকে।’নতুন নায়িকা সম্পর্কে তিনি আরো বলেন, ‘চমৎকার দেখতে একটি মেয়ে। সবার ভালো লাগবে। সবাই মুগ্ধ হবেন। গ্ল্যামারের পাশাপাশি অভিনয়ও দারুণ তার। তবে মেয়েটি শোবিজের কেউ কি না জানতে চাইলে রহস্য করে হাসেন রোশান। এদিকে জাজ সূত্রে জানা গেছে, ‘ধেৎতেরিকি’ ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ১ বৈশাখ। এলএ/এবিএস

Advertisement