লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। বারবার পয়েন্ট হারাচ্ছে তারা। এবার তো প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেই গেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। প্যারাগুয়ের কাছে এমন হারে হতাশ আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা। জয় না আসুক, অন্তত ড্র করা তো যেতো। ম্যাচের ৪৭ মিনিটে সেই সুযোগটাও আর্জেন্টিনা পেয়েছিল। কপাল মন্দ তাদের। সার্জিও আগুয়েরো পেনাল্টি মিস করায় ড্রয়ের মুখটাও দেখলো না আর্জেন্টাইনরা। এতে খুব রাগ হচ্ছে দলটির কোচ বাউজার। ম্যাচ শেষে আর্জেন্টিনা বস বলেন, ‘আমি খুব হতাশ এবং রাগন্বিত এজন্য যে আমরা ভালো খেলা ও জয়ের পরিকল্পনা নিয়ে এসেছিলাম। আমাদের জন্য এটা ভালো ম্যাচ ছিল না। যদিও আমরা দ্বিতীয়ার্ধে উন্নতি করেছিলাম। কিন্তু সমতা তো আনতে পারলাম না!’এই হারে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে বাউজার দলের সংগ্রহ ১৬। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল উঠে গেছে তালিকার শীর্ষে। সমসংখ্যক ম্যাচে সেলেকাওদের অর্জন ২১। আগামী ১১ নভেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১৬ নভেম্বর মেসিরা খেলবেন কলম্বিয়ার বিপক্ষে।এনইউ/এবিএস
Advertisement