রাজনীতি

একদিনেই সঙ্কটের অবসান হতে পারে : খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে সাত দফা প্রস্তাব দিয়েছেন, এর ভিত্তিতে আলোচনা সম্ভব। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেননি। বিরোধী জোটের সঙ্গে সরকার সংলাপে রাজি হলে এক দিনেই সঙ্কটের অবসান হতে পারে।গতকাল রোববার বিকেলে নিউউয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।অভিযোগ করে তিনি বলেন, সরকার দলীয় ক্যাডার ও গোয়েন্দাদের দিয়ে পেট্রলবোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করছে।তিনি আরও বলেন, দেশের সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিশিষ্টজনেরা এমনকি শেখ হাসিনার নিজের দল আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক পদ্ধতি বহাল রাখার পক্ষে অভিমত দিয়েছিল। কিন্তু, সবার মত উপেক্ষা করে তিনি একক সিদ্ধান্তে একটি মীমাংসিত ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে দেশকে দীর্ঘস্থায়ী বিপদের মুখে ঠেলে দিয়েছেন। সুতরাং আজকের পেট্রল বোমা ও কথিত ক্রসফায়ারে সকল হত্যাকাণ্ডের দায় তাকেই নিতে হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদেক হোসেন খোকা প্রবাসীদের উদ্দেশে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মতো আপনারাও বিশেষভাবে উদ্বিগ্ন এবং বিচলিত। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের জীবন, অগণিত মা-বোনের ইজ্জত এবং মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় বাংলাদেশ আজ এক ভয়ঙ্কর বিপদের মুখে। গত বছরের ৫ জানুয়ারি ইতিহাসের নজিরবিহীন এক প্রতারণামূলক ভোট-নাটকের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা জবরদখলকারী বর্তমান অবৈধ সরকার তাদের দানবীয় ক্ষমতা-ক্ষুধা মেটানোর জন্য দেশবাসীকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছে।তিনি বলেন, দেশে আন্দোলনের নামে নিরীহ জনগণের ওপর বর্বরোচিত হামলা চালানোর সংস্কৃতির জন্মদাতা আওয়ামী লীগ এবং ক্ষমতায় বসেও তারা এই সংস্কৃতি লালন করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৯৬ সালে আন্দোলনের নামে আওয়ামী লীগ কিভাবে ঢাকার শনির আখড়ায় বাসে পেট্রলবোমা হামলা চালিয়ে ১৭ জন নিরীহ যাত্রীকে পুড়িয়ে মেরেছিল। এরপর ২০০৪ সালে শেরাটন হোটেলের পাশে বিআরটিসির বাসে গান পাউডার হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়। সে সময় তারা আন্দোলনের নামে বোমা-সন্ত্রাস চালিয়ে অসংখ্য মানুষকে হতাহত করেছিল।সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের মধ্যে আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, গিয়াস উদ্দিন, মাহমুদুর রহমান চৌধুরী, ড. নূরুল আমীন পলাশ, এবাদ চৌধুরী, পেনসিলভেনিয়া বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর খান হারুন ছাড়াও খোকার ব্যক্তিগত সহকারী সিদ্দিকুর রহমান মান্না উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা খোকা চিকিৎসার জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।এমএএস/আরআই

Advertisement