কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের মামলার আসামি চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা সোহেল (৩২) গাড়ি চাপায় নিহত হয়েছেন।দাউদকান্দি মডেল থানা পুলিশ সোমবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত সোহেল চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুরের কাছে অজ্ঞাত এক যুবক গাড়ি চাপায় মারাত্মক আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। টহল পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গৌরীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, হাসানপুরে অজ্ঞাত এক যুবক মারাত্মক ভাবে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার নাম ঠিকানা নেয়া হয়।নিহত সোহেলের বাবা বাবুল মিয়া জাগোনিউজকে জানান, তার ছেলে সোহেল সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সদস্য। বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিল। তবে দাউদকান্দিতে সে কি ভাবে গেল এ নিয়ে তার সন্দেহ রয়েছে।চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জাগোনিউজকে জানান, গত ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা হামলায় ৮জন নিহত হওয়ার ঘটনার মামলায় সোহেল ৫৩ নম্বর আসামি।এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ব্যবসাসহ ১২টি মামলা রয়েছে বলে তিনি জানান।এমএএস/আরআই
Advertisement