বিনোদন

বিজয় দিবসে মুক্তি পাবে মুখোশ মানুষ

আগামী বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে মুক্তি পাবে ‘মুখোশ মানুষ’ ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল। তিনি বলেন, ‘এরআগে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা কারণে সেটা আটকে যায়। কিন্তু সব ঝামেলা চুক্তিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’‘মুখোশ মানুষ’ ছবির গল্পটা থ্রিলার ক্রাইম ধাঁচের। এর ইংরেজি ট্যাগলাইন ‘দ্য ফেক’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওশীন, আদনান ফারুক হিল্লোল, কল্যাণ কোরাইয়া। এছাড়াও এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লামিয়া মিমো,  রাইজা রশীদ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ প্রমুখ। প্রসঙ্গত, বছর দুয়েক আগে ইউটিউবে ছড়িয়ে পড়েছিল ‘দ্য ফেইক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিডিও ক্লিপ। হিল্লোল ও নওশীনের অভিনীত সেই ভিডিও নিয়ে আলোচনাও কম হয়নি। সেই আলোচনাই ‘দ্য ফেইক’ চলচ্চিত্রটিকে স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্য রূপ দিয়ে ফেলল। ৪২ মিনিট থেকে ২ ঘণ্টার বেশি সময়ের ব্যাপ্তি নিয়ে এখন মুক্তির অপেক্ষায় চলচ্চিত্রটি। পরিবর্তন হয়েছে নামেরও। নতুন নাম ‘মুখোশ মানুষ’।এনই/এবিএস

Advertisement