বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে। ওই ম্যাচের ৭৩ মিনিটে দুর্দান্ত এক গোল করেন বার্সেলোনা স্ট্রাইকার। এই লক্ষ্যভেদের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হারনান ক্রেসপোর রেকর্ড ছুঁলেন সুয়ারেজ। ১৯৯৮, ২০০২ ও ২০০৬-এই তিন বিশ্বকাপের বাছাইপর্ব মিলিয়ে ১৯ গোল করেছিলেন আর্জেন্টাইন গ্রেট ক্রেসপো। সুয়ারেজও অনন্য এই কীতি গড়তে খেলেছেন তিনটি বাছাইপর্ব। উরুগুইয়ান এই সুপারস্টার অবশ্য রেকর্ড ছুঁলেন তৃতীয় বাছাইপর্বের মাঝপথেই। এখন সুয়ারেজের সামনে বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এককভাবে নিজের দখলে নেয়ার হাতছানি। ১১ নভেম্বর পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে উরুগুয়ে। ওই ম্যাচেই রেকর্ডটি গড়তে চাইবেন সুয়ারেজ। দেখা যাক, কী হয়!এনইউ/এবিএস
Advertisement