গাজীপুর ও টাঙ্গাইলে র্যাবের পৃথক দুই অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে এক জঙ্গির নাম মো. আহসান হাবিব। অপরজন মো. আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দফতর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে জানান, পৃথক দুই জঙ্গি আস্তানায় অভিযানে মোট তিনজন নিহত হয়। এর মধ্যে একজনের পরিচয় আগেই জানা গেছে। তার নাম আব্দুর রহমান। যিনি নব্য জেএমবি’র অর্থদাতার দায়িত্বে ছিলেন। র্যাবের দাবি, আব্দুর রহমানের বাবার নাম আব্দুল্লাহ। গ্রামের বাড়ি সাতক্ষীরার কুশখালী। সে গ্রামের নিন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার দুই স্ত্রীও নব্য জেএমবির নারী ইউনিটের সদস্য। দ্বিতীয় স্ত্রী রুমি ও তিন সন্তানকে নিয়ে সে আশুলিয়ার বাসায় থাকত। প্রথম স্ত্রীর এক মেয়েকে ও দ্বিতীয় স্ত্রীর দুই ছেলেকে তার কাছেই রাখত। আব্দুর রহমানের পরিচয় জানাতে পারলেও বাকি নিহত দুই জঙ্গির পরিচয় আজ জানিয়েছে র্যাব।আহসান হাবিবের বাড়ি নওগাঁ জেলার রানীনগর ইউনিয়নে। বাবার নাম আলতাফ হোসেন। আর আমিনুল ইসলামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নে। তার বাবার নাম গাফ্ফার মণ্ডল। জেইউ/জেএইচ/আরআইপি
Advertisement