খেলাধুলা

মিশরে ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত ২২

মিশরের রাজধানী কায়রোয় একটি ফুটবল মাঠে খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে সংঘর্ষ ও পদদলিত হয়ে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। রোববার সেনাবাহিনী পরিচালিত রাজধানীর এয়ার ডিফেন্স মাঠে স্থানীয় ক্লাব জামালেক ও প্রতিপক্ষ এনপিপির সমর্থকদের মধ্যে প্রাণঘাতী এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার পর ওই ফুটবল লিগ স্থগিত করেছে কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শীদের মতে, মাঠে টিকিট ছাড়া প্রবেশ করাকে কেন্দ্র করে জামালেক ও এনপিপির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় তা প্রতিহত করতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। এ সময় দর্শকরা মাঠ থেকে দ্রুত বের হতে গিয়ে পদদলিত ও দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জামালেক সমর্থক গোষ্ঠী আলট্রাস হোয়াইটস নাইটের দর্শকরা টিকিট ছাড়াই খেলা দেখতে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই সংঘর্ষ হয়। হোয়াইটস নাইটের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।হোয়াইটস নাইট তাদের ফেসবুক পেজে জানায়, স্টেডিয়ামের ফটক খুব সরু ছিল। তাই হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে সংঘর্ষ বাঁধে। পুলিশ আমাদের হঠাতে টিয়ারগ্যাস ও পাখি মারা মতো গুলি করে।বিএ/এমএস

Advertisement