ধর্ম

অভিশপ্ত দাজ্জাল যে স্থান থেকে বের হবে

বনি আদমেরই একজন মানুষ অভিশপ্ত দাজ্জাল। এ দাজ্জাল নিজেকে রব হিসেবে ঘোষণা দিবেন। শেষ জামানায় অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে তাঁর আগমন ঘটবে। সমস্ত পৃথিবী সে বিচরণ করবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের বিভিন্ন বিষয়ে তাঁর উম্মতের জন্য সুস্পষ্ট তথ্য উপস্থাপন করেছেন। সে হবে লাল রঙের এক যুবক।  তাঁর বহিঃপ্রকাশ এবং আগমনের স্থান সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হাদিসটি তুলে ধরা হলো-হজরত নাওয়াস ইবনে সামআ’ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের (আগমনের) ব্যাপার উল্লেখ করেন বলেন, ‘সে(অভিশপ্ত দাজ্জাল) শাম (সিরিয়া) ও ইরাকের মধ্যবর্তী এক পথ দিয়ে বের হবে। অতঃপর ডানে এবং বামে ধ্বংসযজ্ঞ চালাবে।’ (মুসলিম)আল্লাহ তাআলা তাঁর প্রিয় বন্ধুর সকল উম্মতকে অভিশপ্ত দাজ্জালের ভয়ানক আক্রমণ ও ফিতনা থেকে হিফাজত করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement