বিনোদন

শুভ জন্মদিন অপু বিশ্বাস

ঢাকাই ছবির শীর্ষ নায়িক অপু বিশ্বাসের আজ জন্মদিন। জন্মদিনে জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা।  তার পুরো নাম অবন্তী বিশ্বাস অপু হলেও চলচ্চিত্রাঙ্গনে শুধু অপু বিশ্বাস নামেই পরিচিত। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে  নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন। তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর  শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়। এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়া বাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’,‘মনে প্রাণে আছো তুমি’,‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে।  মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান। এদিকে অপু অভিনীত সর্বশেষ ‘সম্রাট’ ছবিটি গেল রোজার ঈদে মুক্তি পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই হঠাৎ করে লাপাত্তা তিনি। তবে গোপন সূত্রে জানা গেছে, তিনি নিখোঁজ নন, নিজেকে আড়াল রেখেছেন। কয়েক মাস ধরেই তিনি দার্জিলিংয়ে বাসা ভাড়া নিয়ে থাকছেন। আরো জানা গেল, চলতি বছরের শেষদিকেই চমক নিয়ে ফিরবেন তিনি। এরইমধ্যে পরিচালক শামীম আহমেদ রনি তার ব্যবসা সফল চলচ্চিত্র ‘বসগিরি’র সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন। সেখানে শাকিবের বিপরীতে অপুর প্রত্যাবর্তন ঘটবে বলেও শোনা যাচ্ছে। এদিকে অপু অভিনীত বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে ‘পাঙ্কু জামাই’, ‘মা’, ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’ ছাড়াও আরো কিছু ছবি। অপুর অনুপস্থিতির কারণে এই ছবিগুলোর কাজ আটকে আছে। প্রযোজকদের মাথায় হাত ওঠার অবস্থা! তাই সকলেই চাচ্ছেন ৫০টিও বেশি ব্যবসা সফল ছবির এই নায়িকা আবারো চলচ্চিত্রে ফিরে আসুক। এনই/এলএ/এবিএস

Advertisement