তথ্যপ্রযুক্তি

আবারও আসছে গুগলের স্মার্টগ্লাস

বহুল আলোচিত পরিধেয় প্রযুক্তি পণ্য স্মার্টগ্লাস প্রকল্প নিয়ে ফের মাঠে নামছে মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ডিভাইসটি সম্পূর্ণ নতুন নকশায় বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার এ প্রকল্পে নেতৃত্ব দেবেন অ্যাপলের সাবেক নকশাকার টনি ফ্যাডেল। খবর বিবিসি।মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও আইপড বিভাগের প্রধান টনি ফ্যাডেলের নেতৃত্বে ‘গুগল গ্লাস’ সম্পূর্ণ নতুন করে নকশা করা হচ্ছে।গত জানুয়ারির মাঝামাঝিতে এক অনানুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে গুগল গ্লাসের প্রথম সংস্করণের বিক্রি ও উন্নয়ন বন্ধ করে গুগল। প্রতিষ্ঠানটির এ ঘোষণার পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের অনেকে হতাশা প্রকাশ করেন। ওই প্রকল্পে বিনিয়োগকারীরাও ক্ষুব্ধ হন। ওই সময় সমালোচনার মুখে পড়তে হয় গুগলকে। অনেকেই ধারণা করেন, প্রযুক্তিবিশ্বে আলোচিত পরিধেয় পণ্যটি মোটেও লাভের মুখ দেখাতে পারেনি। তাই অনেকটা নীরবে এক ব্লগ পোস্টে ওই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।অবশ্য বিশ্লেষকরা ধারণা করেন, পণ্যটিকে আরো স্মার্ট ও সুলভ করতেই বিক্রি ও উন্নয়ন বন্ধের সিদ্ধান্ত নেয় গুগল। এবার আর পরীক্ষামূলকভাবে নয়, পুরো নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরই বাজারজাত করা হবে নতুন স্মার্টগ্লাস।২০১১ সালে উন্মোচন করা হলেও ‘গুগল গ্লাস’ প্রযুক্তিবিশ্বে আলোড়ন সৃষ্টি করে ২০১২ সালের মাঝামাঝিতে। সেসময় অনুষ্ঠিত ডেভেলপার্স কনফারেন্সে স্মার্টগ্লাসটির সম্ভাব্য কার্যক্ষমতার প্রদর্শনী করে ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমী উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পায় গুগল, যা স্কাইডাইভার ও সাইক্লিস্টদের জন্য বিশেষ কার্যকর বলে জানানো হয়।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যাশার তুলনায় ডিভাইসটির দুর্বল পারফরম্যান্স ও সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মূল নির্মাতাদের অনেকেই প্রকল্পটি ত্যাগ করেন। তবে টনি ফ্যাডেল প্রকল্পটির হাল ধরায় আবারো আলোচনায় ফিরেছে ডিভাইসটি। পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে ‘ফাদার অব আইপড’ নামেই বেশি পরিচিত তিনি। প্রযুক্তি বিষয়ক সংবাদ সাইট আর্স টেকনিকার অনুমান, প্রথম সংস্করণের দুর্বল পারফরম্যান্সের কারণে নতুন সংস্করণটি বাজারে ছাড়তে দীর্ঘ সময় নেবেন ফ্যাডেল।অ্যাপল ছাড়ার পর থার্মোস্ট্যাট নির্মাতা প্রতিষ্ঠান নেস্ট ল্যাবস প্রতিষ্ঠা করেন ফ্যাডেল। গুগল ২০১৪ সালের জানুয়ারিতে নেস্ট ল্যাবস কিনে নেয়ার ফলে সেখানে যোগ দেন তিনি।এআরএস/আরআইপি

Advertisement