জেনে নিন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার জনপ্রিয় ও মজাদার সব ইফতারির আয়োজন...ধানমন্ডি ও মোহাম্মদপুরধানমন্ডির স্টার হোটেল অ্যান্ড কাবাব ঘরে প্রায় ৫০ রকমের ইফতারির দেখা মিলবে। খাসির গ্লাসি ১৬০ টাকা প্লেট, খাসির লেগ কাবাব ২৫০ টাকা, গ্রিল চপ আধা কেজি ৫০০ টাকা, চিকেন রোস্ট ফুল ৩৫০ টাকা, দইবড়া ১৫ টাকা প্রতিটি, শাহি জিলাপি ১৫০ টাকা, সুতি কাবাব প্রতি কেজি ৫০০ টাকা, চিকেন গ্রিল ১৭৫ টাকা, বঁটিকাবাব ৭৫ টাকা, চিকেন টিক্কা হাফ ১৫০ টাকা ও ফালুদা প্রতি বাটি ১১০ টাকা। এ ছাড়া আছে নার্গিস কাবাব, লিভার ফ্রাই, ব্রেইন মাসালা, চিকেন হালিম, বিফ হালিম, নানা পদের চপ, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি।ধানমন্ডির ২৭ নম্বর রোডের পাশে সাম্পানসহ বেশ কিছু রেস্তোরাঁ ও ফোর সিজনে মিলবে নতুন ধরনের কিছু ইফতারি। মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনে পাওয়া যাবে নানা ধরনের কাবাবসহ অনেক পদের ইফতারি। কলাবাগানের ঐতিহ্যবাহী মামা হালিম পাবেন ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে।লালমাটিয়ার ‘সি’ ব্লকে স্বাদ তেহারি ঘরের আয়োজনে রয়েছে চিকেন সাসলিক ৭০ টাকা, চিকেন টিক্কা ১৩০ টাকা, চিকেন তাওয়া ঝাল ফ্রাই হাফ ১৯০ টাকা ও চিকেন কাটলেট ৬০ টাকা।মিরপুরমিরপুর ১ নম্বরের প্রিন্স বেকারি অ্যান্ড সুইটসে পাবেন অনেক ধরনের ইফতারি। এখানে চিকেন ফ্রাই ৫০ টাকা, খাসির মুম্বাই রোস্ট ৩০০ টাকা কেজি। এর পাশেই বেকার’স বে থেকেও কিনে নিতে পারেন আপনার পছন্দের ইফতারি।মিরপুর ১০ নম্বরের ফলপট্টির পাশে মুসলিম ইফতারি বাজারেও পাওয়া যাবে নতুন নতুন বেশ কিছু ইফতারি। মিরপুর ১১-তে বনলতা রেস্তোরাঁয় বিশাল আয়োজনে ইফতার করতে পারেন সেখানে বসেও।কাজীপাড়া, শেওড়াপাড়া ও বিজয় সরণির এনট্রান্স রেস্টুরেন্টে আছে জিবে জল আনা সব ইফতারি।মহাখালীমহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল অবকাশের আওতাধীন মালঞ্চ রেস্তোরাঁ ইফতারি প্যাকেজের আয়োজন করেছে ২৫০ টাকা মূল্যের ইফতারি বক্স। ক্যাপটেন’স ওয়ার্ল্ভ্রে ইফতারে আছে প্রায় ১০ রকমের চপ, গরু, মুরগি বা খাসির হরেক রকমের মজাদার খাবার।বনানী ও গুলশানগুলশান ও বনানীর প্রায় সব খাবারের দোকানেই ইফতারিতে সেজেছে এই সময়। বনানী ৮ নম্বর রোডের পাশে ডিস অ্যান্ড ডেজার্ট রেস্তোরাঁয় ইফতার আয়োজনে আছে বাংলা শিক কাবাব, চিকেন টেংরি কাবাব, চিকেন টিক্কা, চিকেন কলমি কাবাব, বিফ শামি কাবাব, গ্রিল চিকেন, চিকেন উইংস, মাটন বঁটিকাবাব, চিকেন টোস্ট ইত্যাদি। গুলশান ১-এ অ্যারিস্টোক্র্যাট রেস্তোরাঁয় ইফতারিতে পাবেন বিশেষ খাবার।উত্তরাউত্তরার ফায়ার অন আইস রেস্তোরাঁ নানা প্রকার ইফতারিতে সাজানো হয়েছে। বিভিন্ন রকম কাবাব, জুস বা শরবত, রোল, চপ ইত্যাদি। পিৎজা হাটে রমজান উপলক্ষে পাবেন ৭০০ টাকায় আনলিমিটেড পিৎজা। উত্তরা মডেল টাউনের গোল্ডেন স্পুনে পাবেন স্পেশাল দইবড়া, ফালুদা ছাড়াও মুরগি, গরু বা খাসির নানা ধরনের খাবার।ফার্মগেটফার্মগেটের ফখরুদ্দীন বিরিয়ানিতে পাবেন নানা ধরনের ইফতার আয়োজন। এছাড়া বসুন্ধরা সিটির ফুড কোর্টে নানা ধরনের ইফতারি।(দাম পরিবর্তন হতে পারে)
Advertisement