গত দুই বছর ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলছে বাংলাদেশ। বলতে গেলে এই ফরম্যাটে যে কোনো দলকে বলে-কয়ে হারানোর মতো সক্ষমতা রয়েছে টাইগারদের। এদেশের ক্রিকেটে আক্ষেপের জায়গা- টেস্ট। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও আশানুরূপ ফল পাচ্ছে না বাংলাদেশ। তবে বর্তমানে অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে টাইগার শিবিরে। টেস্টেও তারা ভালো করবেন বলে মনে করছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্ক রামপ্রাকাশ। তিনি জানিয়েছেন, টেস্টে বাংলাদেশের উন্নতিতে পাশে থাকবে ইংল্যান্ড। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সম্ভাবনা নিয়ে রামপ্রাকাশ বলেন, ‘বাংলাদেশ দল দিনকে দিন উন্নতি করছে, যদিও টেস্ট খেলার সুযোগ খুব একটা পায় না। বাংলাদেশের আরো বেশি টেস্ট ম্যাচ খেলা দরকার। আমরা যতদূর সম্ভব তাদের (টাইগারদের) সাহায্য করবো।’তিনি আরো যোগ করেন, ‘অ্যান্ড্রু স্টাউরিস (ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর) টেস্ট ম্যাচের পরিধি বাড়ানো যায় কি না, তা নিয়ে কথা বলছে। আমরা এ বিষয়ে উন্নতির কথাই ভাবছি। বাংলাদেশে অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে। গত বিশ্বকাপে দাপটের সঙ্গেই ইংল্যান্ডকে পরাজিত করেছিল। ওয়ানডে দুর্দান্ত দল বাংলাদেশ। তাদের অনেক খেলোয়াড়ই টেস্টে উন্নতি করার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের স্বাগত জানানো উচিত। টেস্ট উন্নতিতে বাংলাদেশের পাশে থাকবে ইংল্যান্ড।’এনইউ/আরআইপি
Advertisement