খেলাধুলা

ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ

অনেক বড় আশা নিয়েই ভুটানে খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সে আশা রূপ নিয়েছে হতাশায়। তুলনামূলক দুর্বল দল ভুটানের মাঠে ৩-১ গোলে পরাজিত হয়েছেন মামুনুলরা। আর তাতে এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের!বাংলাদেশ ফুটবল ভালো সময়টা কাটিয়েছে আগে! এখন তাহলে ক্রান্তিকাল পার করছে? সেটা না বললেও হতাশাজনক পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে এদেশের ফুটবল, এটা বলা বাহুল্য। ঘরের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম লেগে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে লজ্জা নিয়েই দেশে ফিরতে হলো তাদের।   সম্প্রতি বাংলাদেশের ফুটবল দলে গোল নাকি সোনার হরিণে পরিণত হয়েছে। যে কারণে আট স্ট্রাইকার নিয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন দলীয় কোচ টম সেইন্টফিট। দলের তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বলেছিলেন, ‘জয়ের জন্যই খেলবেন’। কথা দিয়ে তা রাখতে পারলেন না, সঙ্গী করলেন হতাশা। হতাশার মাঝে বাংলাদেশের যা একটু প্রাপ্তি- মিশুর গোল! ম্যাচের ৬৩ মিনিটে মামুনুলের ফ্রি-কিক থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে ভুটানের জালে জড়ান বাংলাদেশি এই ফুটবলার। এই এক গোলের বিপরীতে সফরকারীরা হজম করছে তিন গোল। নেপালের পক্ষে দ্বিতীয় গোল করেন চেনচো, ২১ ও ৭৬ মিনিটে। এর আগে ম্যাচের ৫ মিনিটে বাংলাদেশের জাল কাঁপান জিগমে দর্জি।এনইউ/আরআইপি

Advertisement