আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ ও ফিনল্যাণ্ড বংশোদ্ভূত দুই মার্কিন অর্থনীতিবিদ। কন্ট্রাক্ট থিওরি নিয়ে কাজের স্বীকৃতিস্বরুপ তারা ওই পুরস্কার পেয়েছেন। সোমবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে সুইডিশ নোবেল কমিটি অব সায়েন্স চলতি বছরের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে। এ বছরের নোবেল বিজয়ীরা হলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং ফিনল্যান্ডের নাগরিক ও অর্থনীতিবিদ বেঙ্কট হোমস্ট্রম।নোবেল কমিটি অব সায়েন্সের বিচারকরা বলছেন, দেউলিয়া আইন এবং রাজনৈতিক সংবিধানের মতো ক্ষেত্রেও তাদের গবেষণা কর্ম বুদ্ধিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করবে। কন্ট্রাক্ট থিওরি নিয়ে দুই গবেষকের কাজ উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন-কাঠামো নির্ধারণে সহায়তা করবে। এ ছাড়া কর্মকর্তাদের কাজের মূল্যায়নও করা যাবে এ থিওরির মাধ্যমে। নোবেল কমিটি এ দুই গবেষকের হাতে ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেবেন। গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন ও শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর সোমবার অর্থনীতিতে দুই নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অলিভার হার্ট ১৯৪৮ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। অপর বিজয়ী হলেন, ফিনল্যান্ডের নাগরিক ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেঙ্কট হোমস্ট্রম।

Advertisement

এসআইএস/আরআইপি