রংপুর জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।তিনি জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমের নির্দেশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।এ ছাড়া মিঠাপুকুর থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার ও ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার, পীরগঞ্জ থানা পুলিশ দুজন, পীরগাছা থানা পুলিশ দুজন, কাউনিয়া থানা পুলিশ দুজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ সময় গঙ্গাচড়া থানা পুলিশ পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এসআই মো. শরিফুল ইসলাম আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ডাকাতি, হত্যা ও খুনের মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Advertisement