জোকস

আজকের জোকস : ভালোবাসার ওজন কত

ভালোবাসার ওজন কতশ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন-শিক্ষক : ভালোবাসার ওজন কত?পল্টু : ৮০ কেজি স্যার।শিক্ষক : কীভাবে বুঝলে?পল্টু : ভালোবাসা মানে দুইটা মনের মিলন। আমরা জানি, ১ মন সমান ৪০ কেজি। তাহলে ২ মন সমান ৮০ কেজি। সুতরাং ভালোবাসার ওজন ৮০ কেজি (প্রমাণিত)।****দু’টি করে দেখিচিকিৎসক-রোগির মধ্যে কথা হচ্ছে-রোগি : স্যার, আমার সমস্যা হলো, আমি সবকিছুই দু’টি করে দেখি।চিকিৎসক : হুম, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।রোগি : একটা কিছু করেন স্যার। আমি খুব সমস্যায় আছি।চিকিৎসক : ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।রোগি : চেয়ার তো দু’টি খালি। তা কোনটাতে বসব স্যার?****কত মজুরি পরবেএক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে-লোক : আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত মজুরি পরবে?দর্জি : ৫০০ টাকা।লোক : হাফ প্যান্ট?দর্জি : ২৫০ টাকা।লোক : আর জাঙ্গিয়া?দর্জি : ১০০ টাকা।লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায়া দেন। খালি জাঙ্গিয়ার ঝুলটা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন।****অফিস দায়ী নয়কর্মকর্তা : স্যার, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো।বস : কেন?কর্মকর্তা : গত সপ্তাহে বিয়ে করেছি। তাই আগের বেতনে দু’জনের চলাটা বেশ কষ্ট হবে স্যার।বস : শুনুন, অফিসের বাইরের কোনো দুর্ঘটনার জন্য অফিস কোনোভাবেই দায়ী নয়। আর তার জন্য জরিমানা দিতেও অফিস রাজি নয়।এসইউ/এবিএস

Advertisement