রাজনীতি

বুদ্ধিজীবীদের সমালোচনায় তথ্যমন্ত্রী

দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেশের বুদ্ধিজীবীদের সাম্প্রতিক অবস্থানকে দোষারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তারা (বুদ্ধিজীবী)  নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের কোন চেষ্টা না করে উল্টো সংলাপের কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুদ্ধিজীবীরা দানব ও মানবকে এক পাল্লায় মাপছেন। তারা খালেদা জিয়ার অফিসে গিয়ে আগুন সন্ত্রাস বন্ধ করতে বলছেন না, উল্টো সংলাপের কথা বলছেন। তারা সংলাপ নিয়ে সরব কিন্তু আগুন নিয়ে নীরব।ইনু বলেন, নাশকতা-অন্তর্ঘাত-সন্ত্রাস-সহিংসতা আর ভুল রাজনীতির জন্য আজ যখন দেশের জনগণ বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে তখন ওই বুদ্ধিজীবীরা বিএনপিকে রক্ষার জন্য সংলাপের নামে বিএনপির হীন কর্মকাণ্ড আড়াল করছে।দানবের সঙ্গে মানবের কোনো সংলাপ হতে পারে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগে নাশকতা বন্ধ হোক, তারপর রাজনৈতিক আলাপ-আলোচনা হবে। নাশকতা বন্ধ হওয়ার আগে সংলাপের কথা চিন্তা করতে পারছি না।একই সঙ্গে দেশে শান্তি প্রতিষ্ঠার কাজ যত কঠিনই হোক না কেন সরকারকে শান্তি প্রতিষ্ঠার জন্য কঠিন পথই গ্রহণ করতে হবে। কোনো কিছুর তোয়াক্কা না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সহিংসতায় মেতেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।আরএস/আরআই

Advertisement