খেলাধুলা

‘উত্তেজনা দু’দলেরই নিয়ন্ত্রণ করা উচিত’

লক্ষ্যটা খুব বড় দিতে পারেনি বাংলাদেশ। ২৩৯ রানের সাদামাটা লক্ষ্যে শুরুতে চার উইকেট নিলেও ক্রমেই হুমকি হয়ে উঠছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন তাসকিন। সে সময় বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইংলিশ অধিনায়ক। অনাকাঙ্ক্ষিত এ সকল ঘটনা ঠেকাতে দু’দলেরই উত্তেজনা নিয়ন্ত্রণ করা উচিৎ বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।এদিন তাসকিনের করা ২৮তম ওভারের প্রথম বলে খেলতে গিয়ে মিস করেন বাটলার। ফলে বল পায়ে লাগলে বেশ জোরালো আবেদন করেন তাসকিন। কিন্তু আম্পায়ার তাতে সাড়া না দিলে বেশ উত্তেজিত হয়ে পড়েন তিনি। এরপর অধিনায়কের সঙ্গে আলোচনা রিভিউর সিদ্ধান্ত নেন তারা। রিভিউতে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত আসলে উদযাপন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। বাংলাদেশের এমন উদযাপন পছন্দ হয়নি বাটলারের। জড়িয়ে পড়েন বিতর্কে। এ সময় তার সঙ্গে তর্কে জড়ান সাব্বির-মাহমুদউল্লাহরাও।ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি এ প্রসঙ্গে বলেন, ‘বাটলারের সঙ্গে কি হয়েছিল তা আমি নিজেও সত্যি কথা জানি না। আমি ওখানে ছিলামও না। রিভিউটা যখন নিই তখন আমার পূর্ণ চিন্তা ওখানে ছিল। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে রিভিউটা আমাদের পক্ষে আসছে। এরপর কি হয়েছে সেটা আমি জানি না। অনেক সময় হিট অব দ্যা মোমেন্ট অনেক কিছু হয়ে যায়। এটা আমাদের দুই দলেরই উত্তেজনা নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নিশ্চিত জয়ের পথে থাকা বাংলাদেশকে হারের স্বাদ পেতে হয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচে জয় দারুণ মরিয়া ছিল টাইগাররা। শেষ পর্যন্ত ৩৪ রানের জয় তুলে নেয় মাশরাফি বাহিনী।আরটি/এএম

Advertisement