অর্থনীতি

৩৩ দিনে ক্ষতি ৭৫ হাজার কোটি টাকা

চলমান সহিংসতায় গত ৩৩ দিনের অর্থনীতির মোট ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।হরতাল-অবরোধ ও সহিংসতা বন্ধের দাবিতে রোববার জাতীয় পতাকা হাতে রাস্তায় অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।কাজি আকরাম উদ্দিন বলেন, গত ৩৩ দিনের চলমান সহিংসতায় অর্থনীতির মোট ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে পরিবহন খাতে ৯ হাজার ৫০০, পোশাক খাতে ৩০ হাজার, উৎপাদন খাতে ৪ হাজার, পর্যটন খাতে ৬ হাজার ৫০০, কৃষি ও পোল্ট্রি খাতে ৯ হাজার ৫১৮, হিমায়িত পণ্য খাতে ২৫০, আবাসন খাতে ৭ হাজার ৭৫৯ এবং খুচরা ও পাইকারি ব্যবসায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। যা কখনোই ব্যবসায় সমাজ মেনে নিতে পারে না। শিগগিরই সংলাপের মাধ্যমে এ সংকটের সমাধান দাবি করেন এই ব্যবসায়ী নেতা।এসআই/বিএ/আরআইপি

Advertisement