খেলাধুলা

চার হাজারি ক্লাবে মুশফিক

ওয়ানডে ক্রিকেটে চার হাজারী ক্লাবের সদস্য এর আগে হয়েছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে এবার সেই গৌরবে নাম লিখিয়ে ফেললেন মুশফিকুর রহীমও।ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে চার হাজারী ক্লাবের সদস্য হতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ৩৯৮৮ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই দুটি বাউন্ডারি মেরে দেন তিনি। এরপর তম ওভারের প্রথম বলে জ্যাব বালকে লেগে ঠেলে দিয়েই গৌরবময় এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।মুশফিকের আগে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের হয়ে চার হাজার রান করা ব্যাটসম্যান। তামিমের রান ৪৯৬২। সাকিব আল হাসানের রান ৪৫৬২। এ দু’জনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাইলফলকে নাম লেখালেন মুশফিক।তবে চার হাজার রানে নাম লেখানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশের এই উইকেটনক্ষক ব্যাটসম্যান। আউট হয়ে গেলেন ২১ রান করে।তবে আগের দু’জনের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলতে হয়েছে মুশফিককে। ১৬৩ ম্যাচ খেলেছেন মুশফিক। তামিম ইকবাল এখনও পর্যন্ত খেলেছেন ১৫৮ ম্যাচ এবং সাকিব আল হাসান খেলেছেন ১৬২ ম্যাচ।ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা ৫ রান সংগ্রাহক

Advertisement

খেলোয়াড়

ম্যাচ

রান

Advertisement

সর্বোচ্চ

গড়

১০০

৫০

Advertisement

তামিম ইকবাল

১৫৮*

৪৯৬২

১৫৪

৩২.২২

৩৩

সাকিব আল হাসান

১৬২*

৪৫৬২

১৩৪*

৩৫.০৯

৩১

মুশফিকুর রহীম

১৬৩*

৪০০৯

১১৭

৩১.০৭

২২

মোহাম্মদ আশরাফুল

১৭৫

৩৪৬৮

১০৯

২২.৩৭

২০

মাহমুদউল্লাহ রিয়াদ

১৩০*

২৮৩৬

১২৮*

৩৪.৫৮

১৬

আইএইচএস/আরআইপি