আন্তর্জাতিক

এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা মানব না : পুতিন

কখনই এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা মেনে নেবেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় শনিবার কৃষ্ণসাগর তীরবর্তী সোচিতে রাশিয়ার ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন্স ফেডারেশনের এক সমাবেশে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, রাশিয়া এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরোধিতা অব্যাহত রাখবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত কয়েক দশকে চলমান বিশ্বব্যবস্থার আড়ালে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার সব ধরনের প্রচেষ্টা চলেছে। তিনি বলেন, একজন নেতা যিনি মনে করেন তার জন্য সবকিছু বৈধ আর অন্যদের জন্য তিনি যা অনুমোদন দেবেন শুধুমাত্র তারা তাই করবেন তাহলে রাশিয়া কখনই এ ধরনের বিশ্বব্যবস্থায় সন্তুষ্ট হবে না।  ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় মার্কিন ভূমিকার তীব্র সমালোচনা করেন ভ্লাদিমির পুতিন। এর পাশাপাশি তিনি মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, এতে রাশিয়ার ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু চূড়ান্তভাবে এ পদক্ষেপ তার লক্ষ্য অর্জন করতে পারবে না।এএইচ/এমএস

Advertisement