খেলাধুলা

বিশ্বকাপ কাবাডিতে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

শুক্রবার রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে তীরে এসে তরি ডুবিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। তবে তার আগে বাংলাদেশ-ইংল্যান্ড আরও একটি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আজ (শনিবার) সন্ধ্যায়। তবে এটা ক্রিকেটে নয়, কাবাডিতে। বিশ্বকাপ কাবাডি। বিশ্বকাপের মত মর্যাদাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ ৫২-১৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ক্রিকেটের হারের প্রতিশোধটা কাবাডিতে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ২৩-৯ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ।১২ জাতির বিশ্বকাপ কাবাডি শুরু হয়েছে শুক্রবার। বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩৪-৩২ পয়েন্টে হারিয়ে চমক দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। ‘বি’ গ্রুপের ৬ দল হচ্ছে- ইরান, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, কেনিয়া, থাইল্যান্ড ও জাপান। উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই ম্যাচে ইরান ৫২-১৫ পয়েন্টে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।বাংলাদেশের দ্বিতীয় খেলা ১১ অক্টোবর ভারতের বিপক্ষে। এছাড়া বাংলাদেশ ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া, ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও ১৯শে অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। ২১শে অক্টোবর সেমিফাইনাল এবং পরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।২০০৪ ও ২০০৭ সালে বিশ্বকাপে অংশ নিয়ে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।আইএইচএস/আরআইপি

Advertisement