দারুণ এক ম্যাচ শেষে ২১ রানের হার। ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেটে ২৭১ রান করার পর এমন হার মানতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটভক্তরা। সেদিন বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাকিব আল হাসান ও ইমরুল কায়েস। শেষ দিকের ব্যাটসম্যানরা ওই ভিতটাকে ধরে রাখতে না পারায় হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে। যদি দলের অন্য ব্যাটসম্যানরা সামর্থ্যের ৫০ শতাংশ দিতে বাংলাদেশই জয় পেতো বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।শনিবার মাশরাফিদের টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি। অলোচনা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের স্বাভাবিক খেলাটা খেলা উচিত। ইনশাআল্লাহ সামনের ম্যাচে জিতবো আমরা। ওরা আমাদের এমন কোনো খেলা দেয়নি- যে আমরা ওদের সঙ্গে পারছি না। দুই একটা খেলোয়াড় ছাড়া কেউ সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। যদি ৫০ শতাংশও দিতে পারতো, অবশ্যই আমরা জিততাম। আমার মনে হয় সামনে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই এই ইংল্যান্ড দলের সাথে জেতাটা কঠিন কোনো কিছু হবে না।’তবে হারলেও দলের খেলা দেখে খুশি পাপন। বিশেষ করে ইংলিশদের বিপক্ষে আগ্রাসী মনোভাব ভালো লেগেছে তার। এছাড়া ক্যাচ ছাড়লেও ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘তিনটা ক্যাচ ফেলেছি। তবে ফিল্ডিংয়ে দারুণ উন্নতি হয়েছে। আমাদের কখনো এমন হয় যে এতোগুলো ব্যাটসম্যান সেট হওয়ার পরও বাজে শট খেলে আউট হয়ে যায়? তামিম রান পায়নি ঠিক আছে। নাও পেতে পারেন; কিন্তু সাব্বির বলেন, রিয়াদ বলেন, মুশফিক বলেন সবাই এমন হবে? এবং শেষে ছয়জন কোনো রান করতে পারবে না এমন কখনো দেখিনি। এটা হয়ে গেছে। আর আমরা জয়ের পথেই ছিলাম। কাজেই ইংল্যান্ড এমন কোনো দল না যাদের বিপক্ষে আমাদের ভয় পেতে হবে।’এদিন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি। তাদের কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলেছি, এমন পরিস্থিতি হলে তোমাদের খেলাটা শেষ করে আসতে হবে। বড় বা ঝুঁকিপূর্ণ শট নেয়ার দরকারই নেই। শেষ করে আসতে হবে, এই দায়িত্বটা নিলে আমরা কোনো ম্যাচেই হারবো না; কিন্তু তোমরা যদি মনে করো ম্যাচ জিতে যাবো, অন্যরা তো আছেই, আমার দায়িত্ব শেষ- তাহলে তো হবে না। তাহলে কিন্তু আমরা জিততে পারবো না। তারাও আমার সাথে একমত। আমার মনে হয় এখানে যে ভুল হয়েছে আমরা তা আগামীতে শুধরাতে পারবো।’আরটি/আইএইচএস/আরআইপি
Advertisement