সাহিত্য

সন্তোষ চক্রবর্তীর তিনটি কবিতা

নদীর মতোআমরা সকলেই নদীসময় সময় ভেসে যায় স্রোতেসময়ের সাথে দেখা হয়দেখা হয় খেয়া-মাঝি-যাত্রীখণ্ডিত গোধূলি কুড়িয়ে নিইকুড়িয়ে নিই অস্তগামী সূর্যপরম আদরে ঘুমের একপাশে।কখনও পরম উল্লাসে ঘূর্ণনেনদী সীমারেখা পার;শিশির ঝরে পড়ে, খেলা করেফাল্গুনী রোদ।আমরা নদী হয়ে ভাসি সময়ের বুকে!****কফিনবন্দি পৃথিবীনদী ও স্রোত মাঝে ব-দ্বীপক্লান্ত জোনাকি, মৃত নক্ষত্রকাশফুলে সাদা চারপাশপ্রতিটি প্রহরে মৃত্যু কুড়োয় প্রতীক্ষায়।গাছেদের যুদ্ধ যুদ্ধ খেলাখেলা শেষে পড়ে থাকা পাতা-ফুল-কুঁড়িজৈব সার!দিন রাত ভাঙা-গড়াসাক্ষী ব-দ্বীপ।নদী ও স্রোতের মাঝেকফিনবন্দি পৃথিবী!****আকাঙ্খা১.বৃষ্টি নামছিলদ্রুত থেকে দ্রুততরশব্দ আলোরা আরও দ্রুতসেসবের তুলনায় আমি স্থির।২.সময়ের কাছে ধরাশায়ীতুমি যতটা মৃদুভাষী ততটাই নিখুঁত যুবতী!ধুলো উড়িয়ে যাচ্ছগতিবেগ দ্রুত, দ্রুত থেকে দ্রুততর।৩. মেঘ-বৃষ্টি-জন্ম-মৃত্যু-যৌনতাতুমি সবকিছু তুলনীয়,সকলে দ্রুত, দ্রুততরআমি ততোটাই স্থির।তবুও তোমাকে ছুঁতে চায় আলোর গতিবেগে।এসইউ/আরআইপি

Advertisement