বিনোদন

তৌকীরের চমক

টিভি নাটকের মধ্যে অভিনয় দিয়ে অনেক আগেই সর্বোচ্চ সফলতা ও জনপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। তবে গত কয়েক বছরে অভিনয়ের বাইরেও নাট্যকার ও পরিচালক হিসেবেও তার নাটকগুলো দর্শকনন্দিত হয়েছে। মানসম্পন্ন কাজেই সব সময় বিশ্বাসী এই ভার্সেটাইল অভিনেতা। তাই তার পরিচালিত প্রতিটি নাটকেই মেসেজের পাশাপাশি দর্শক পেয়েছেন মানের ছোঁয়া।ঠিক সেরকম করেই গেলো ঈদে তার পরিচালনায় ছয়টি নাটক প্রচার হয়েছে। ‘কবিতার জন্য’, ‘স্বর্গপুরী’, ‘বেঁচে থাকার গান’, ‘অনেক তারার রাত, ‘স্বর্ণলতা উপাখ্যান’ এবং ‘নীলকাব্য’ নাটকগুলো ঈদে প্রচার হয়ে ভাল দর্শকপ্রিয়তা পেয়েছে। এসব নাটকে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। এদিকে বর্তমানে চ্যানেল নাইনে তৌকীর আহমেদের পরিচালনায় প্রচার চলতি রয়েছে ‘প্যাভেলিয়ন’ শীর্ষক ধারাবাহিক। এছাড়া সমপ্রতি একটি মঞ্চনাটকের পাণ্ডুলিপি লেখার কাজ শেষ করেছেন তৌকীর। খুব শিগগিরই এটি প্রযোজনা ও প্রকাশনা করবেন তিনি। তবে নতুন খবর হলো নতুন একটি ধারাবাহিকের কাজ এরই মধ্যে শেষ করে এনেছেন তৌকীর। ধারাবাহিকটির নাম ‘জলপ্রপাত’। ভিন্নধর্মী একটি কাহিনীর বাইরে এই নাটকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এর অর্ধেক শুটিং হয়েছে বাংলাদেশে আর অর্ধেক যুক্তরাষ্ট্রে। নাটকে অভিনয়ও করেছেন তিনি। খুব শিগগিরই নাটকটির আনুষ্ঠানিক ঘোষণাও আসবে এই অভিনেতার কাছ থেকে।নতুন ধারাবাহিক ও অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে এবারের ঈদটি ঢাকাতেই করেছি। আর ঈদের পর পরই আবারও কর্মব্যস্ত দিন শুরু হয়ে গেছে। এই ব্যস্ততটাও আমি উপভোগ করি। কারণ, উপভোগ না করলে সেই কাজ কখনও শতভাগ হয় না। ‘জলপ্রপাত’ ধারাবাহিকের শুটিং প্রায় শেষ। এটি দর্শকদের জন্য আমার তরফ থেকে চমক। অনেক নতুন কিছু অপেক্ষা করছে এখানে তাদের জন্য। আর খণ্ড নাটক লেখা ও পরিচালনার কাজও রয়েছে সামনে। একটু সময় নিয়ে ভাল মানের কাজই কেবল করতে চাই।

Advertisement