বিনোদন

দর্শক চাহিদায় যমুনা ব্লকবাস্টারে আয়নাবাজির ৯টি শো

অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র ভেলকি চলছেই। ‘আয়না’ চরিত্রে চঞ্চল চৌধুরীতে মুগ্ধ দেশের দর্শক। প্রথম কিস্তিতে অল্পসংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি পেলেও নতুন সপ্তাহে হল দখলের চমক নিয়ে এসেছে ‘আয়নাবাজি’। তার মধ্যে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে গতকাল শুক্রবার থেকে। দর্শকদের চাহিদার কথা ভেবে ছবিটি প্রতিদিন ৬টি করে প্রদর্শনী করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন হলটির ব্যবস্থাপক মাসুদ পারভেজ। তবে আজ শনিবার তিনটি প্রদর্শনী বাড়িয়ে নেয়া হয়েছে। তিনি জাগো নিউজকে বলেন, ‘যমুনা ব্লকবাস্টারে ব্যবসায়িক সাফল্যে বাজিমাত করেছে আয়নাবাজি। প্রথম থেকেই প্রতিটি শো হাউজফুল। সেই থেকে অনুপ্রাণীত হয়ে কর্তৃপক্ষ ছবিটি দ্বিতীয় সপ্তাহেও প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে।’তিনি আরো বলেন, ‘আগে দিনে পাঁচটি করে শো চলেছে আয়নাবাজির। তবুও প্রতিদিন অসংখ্য দর্শক টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে যাচ্ছেন। তাই নতুন সপ্তাহ থেকে ৬টি করে শো চালানোর সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু আজ শনিবার (৮ অক্টোবর) দর্শক সংখ্যা দেখে ৯টি শো চালানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলা চলচ্চিত্রে এটি একটি রেকর্ড। সর্বশেষ শোটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।’তিনি আরো জানান, যমুনা ব্লকবাস্টারে পূজার দিন ১০টি শো চলবে আয়নাবাজির। প্রথম শো শুরু হবে বেলা ১১টায়।এদিকে ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা অমিতাভ রেজা। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘আয়নাবাজি’র ৯টি শো চলছে। দলে দলে দেখুন। ব্লকবাস্টারে যোগাযোগ করতে পারেন গ্রুপ বুকিং, প্রাইভেট শো, করপোরেট বুকিং এর জন্য। আয়নাবাজির টিমকে অভিনন্দন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।’  প্রসঙ্গত, ‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরীর বিপরীতে আছেন নাবিলা। এছাড়া অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ।কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত ছবিটির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ।এলএ/এবিএস

Advertisement