আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সীমান্ত। শনিবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা সদস্য আহত হয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এনডিটিভি বলছে, গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মিরের ভেতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযানের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে অন্তত দুই হাজার তিন বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে ৩, ৪ ও ৫ অক্টোবর জম্মুর নিয়ন্ত্রণ রেখার কাছে বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। শুধুমাত্র ৫ অক্টোবরই ওই সীমান্তে তিনবার গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই দিন জম্মু-কাশ্মিরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি ও বেসামরিক স্থাপনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। গত বছর পাক-ভারত সীমান্তে ৪০৫টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত ও আরো ৭১ জন আহত হয়েছেন। এসআইএস/এমএস
Advertisement