দেশজুড়ে

জয়বাংলা মানেই সমৃদ্ধ বাংলাদেশ

‘ইয়ং বাংলা’ সংগঠনের উদ্যোগে বরিশাল ডিভিশনাল মিট অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে তরুণ-তরুণীদের মাঝে বরিশাল বিএম কলেজ মাঠে এক মিলনমেলা ঘটে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা জানিয়েছেন, তাদের কাছে জয়বাংলা হচ্ছে ক্ষুধামুক্ত বাংলাদেশ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ, যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ, আবার কেউ বা বলেছেন তাদের জয়বাংলা হচ্ছে বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ। এভাবেই অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা তাদের ব্যক্তি জীবন এবং বাংলাদেশকে কেমন দেখতে চান তার অনুভূতি প্রকাশ করেছেন।বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘ইয়ং বাংলা ডিভিশনাল মিট’ অনুষ্ঠানটি চলবে।  ৭টি যুব সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে মঞ্চে গিয়ে তাাদের নিজস্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে শ্রোতাদের ব্যক্ত করেন। এর মাঝে মাঝে গুণীজনরা বক্তব্য রাখেন।১৬ থেকে ৪০ বছর বয়সী যেকোনো ব্যক্তি এবং সংগঠনের অংশগ্রহণকারী তরুণরা তাদের সাফল্যতার পান্ডুলিপি জমা দিয়ে রেজিস্টারভূক্ত হন। শিক্ষার্থীরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, মন্ত্রাণালয়ের উদ্ভাবনী তথ্য প্রদান করে।আয়োজকরা জানান, আগামী ৭ মার্চ দেশের ৩০ জন মেধাবী তরুণকে ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। বরিশালে পান্ডুলিপি ও উদ্ভাবনী প্রমাণদি জমাদানকারীদের মধ্যে থেকে বাছাইকৃতরা ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র এর জন্য বরিশাল থেকে মনোনীত হবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ং বাংলার অাহ্বায়ক শরিয়তপুর-২ আসনের এমপি নাঈম রাজ্জাক, বরিশাল সদর আসনে এমপি জেবুন্নেছা আফরোজ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি রাজিব আহম্মেদ, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বিএম কলেজে অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুলাহু প্রমুখ।এমএএস/আরআই

Advertisement