দেশে খুব শিগগিরই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দুষ্কৃতকারীদের সহিংসতা, নাশকতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড যে কোন উপায়ে বন্ধ করা হবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। শনিবার গাইবান্ধা শহরে সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাস- ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে যারা নিরপরাধ জনগণকে হত্যা করছে এবং অবরোধ চলাকালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে যাচ্ছে, তারা বাংলাদেশের শত্রু এবং তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।এ সময় বাসে পেট্রোল বোমা হামলা ও হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীদেরকে আটকের লক্ষ্যে অভিযান জোরদার করার জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। একই সাথে সমাজ থেকে সন্ত্রাসবাদ ও সহিংসতার মুলোৎপাটনের জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং তথাকথিত অবরোধকারীদেরকে সামাজিকভাবে প্রতিরোধের আহবান জানান তিনি।এ সময় অন্যান্যের মধ্যে- রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলওয়ার বখত, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির, বিজিবি’র রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, র্যাব-১৩ এর অধিনায়ক কর্নেল ইসমত হায়াত, গাইবান্ধার জেলা প্রশাসক এম ইহসান-ই-এলাহী এবং পুলিশ সুপার আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।পরে ডেপুটি স্পিকার পেট্রোল বোমা হামলায় আহতদের দেখতে গাইবান্ধা সদর হাসপাতালে যান। এ ছাড়াও তিনি গতরাতের পেট্রোল বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার তুলশীরহাটে যাত্রিবাহী বাসে পেট্রোল বোমা হামলায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে।আরএস/পিআর
Advertisement