পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার জাফর এক্সপ্রেসের একটি ট্রেনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডনের। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, রেলওয়েতে বোমা পুতে রাখা হয়েছিল। বেলুচিস্তানের বোলান জেলান আব-ই-গাম এলাকায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। এর মাত্র ২০ মিনিট পরেই দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামিদ গুল নামের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, একই স্থানে ২০ মিনিটের ব্যবধানে কমপক্ষে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের কুয়েটারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১০ জনকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। টিটিএন/এমএস
Advertisement