খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। আফগান সিরিজ জয়ের পর এ সিরিজেও জয় পেতে চায় টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। ম্যাচটি শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে।আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে একজন স্পিনারের অভাব ফুটে উঠেছিল প্রকটভাবে। তাই দ্বিতীয় ম্যাচে একজন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে অন্তর্ভুক্ত করে মাশরাফিরা। শেষ ম্যাচে মোশারফ হোসেন রুবেলকে দলে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ। সে ম্যাচে দারুণ পারফরম্যান্স করায় ইংল্যান্ডের বিপক্ষেও রয়েছেন তিনি।তবে আফগান সিরিজের শেষ ম্যাচের একাদশে থাকা সৌম্য সরকার বাদ পড়েছেন এ ম্যাচে। টানা ব্যর্থতার কারণে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাকে। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন ইমরুল কায়েস। মূলত প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করার কারণেই একাদশে জায়গা পেয়েছেন এ ওপেনার।বাংলাদেশ একাদশমাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোশারফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।First ODI: England opt to bat against Bangladeshআরটি/এমআর

Advertisement