প্রতিকূল আবহাওয়া, তীব্র স্রোত ও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে পদ্মা নদীর লৌহজং চ্যানেলে ডুবে যাওয়া এমভি পিনাক-৬ লঞ্চটি মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে না। আবহাওয়া অনুকূলে এলে মঙ্গলবার সকাল ১০টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।সোমবার রাতে স্থানীয় প্রশাসন, র্যাব, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্ধার অভিযানে অংশে নেওয়া বিভিন্ন বাহিনীর কাজের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ফলে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। সন্ধ্যার আগে নৌবাহিনীর একটি দল চারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিকেলে ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার তৎপরতায় নামে। কিন্তু তারাও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে ব্যর্থ হয়।জেলা ফায়ার সার্ভিসের পরিচালক আবদুস সালাম সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় নামা যাচ্ছে না। নদীতে তীব্র স্রোত রয়েছে। এ ছাড়া থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমন আবহাওয়ায় উদ্ধার অভিযান চালানো কষ্টকর।লঞ্চডুবির খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী জাহাজ ‘অগ্নিশাসক’। রাত ৯টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’। এ ছাড়া হামজা উদ্ধার অভিযানে অংশ নিতে পথে রয়েছে।এমভি পিনাক-৬ নামের লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর লৌহজং চ্যানেল এলাকায় ডুবে যায়। তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে পড়ে লঞ্চটি ডুবে যায় বলে উল্লেখ করা হলেও অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চডুবির অন্যতম কারণ বলে অভিযোগ উদ্ধার হওয়া যাত্রীদের।
Advertisement