ফিচার

স্বাস্থ্য সম্পর্কে জানায় আঙুলের অর্ধচন্দ্র

মানুষের হাতের আঙুলের ডগার দিকে অর্ধাচন্দ্রাকৃতি সাদা দাগ লক্ষ্য করা যায়। এটিকে বলা হয় লুনালা। আঙুলের শিরা-উপাশিরাগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এর কাজ। এর আকৃতি আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানিয়ে দেয়। আসুন তবে জেনে নেই স্বাস্থ্য সম্পর্কে কী জানায় আঙুলের অর্ধচন্দ্র-• যদি এটি একেবারেই না থাকে তাহলে তা অ্যানিমিয়া বা রক্তাল্পতার লক্ষণ।• ধূসর বা নীলচে লুনালা থাকলে ডায়বেটিসের সম্ভাবনা রয়েছে।• যদি লুনালা লাল আভাযুক্ত হয় তাহলে বুঝতে তিনি কার্ডিওভ্যাস্কুলার সমস্যায় ভুগছেন।• ছোট আকৃতির অর্ধচন্দ্র মেটাবলিজমের স্বল্পগতি এবং শরীরে বিষাক্ত দ্রব্যের (টক্সিন) মাত্রাধিক্যের প্রমাণ।• সুস্থ মানুষের ক্ষেত্রে ২টি হাতের ১০টি আঙুলে ৮টি লুনালা থাকবে। কনিষ্ঠ আঙুলে না থাকাই সুস্বাস্থ্যের লক্ষণ।• ছোট করে কাটা অবস্থায় নখের যা আয়তন, একজন সুস্থ মানুষের লুনালা তার ৫ ভাগের ১ ভাগ আয়তন বিশিষ্ট হবে।• লুনালা যত সাদা এবং স্পষ্ট হবে তত ভাল। একেবারে সাদা লুনালা কোনো ব্যক্তির সুস্বাস্থ্য ও কর্মক্ষমতার চিহ্ন।এসইউ/এমএস

Advertisement