খেলাধুলা

‘ঘরের মাঠে সবাই বাঘ’

আগামী শুক্রবার থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। টানা ছয়টি সিরিজ জয়ের পর সপ্তম সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, যারা কয়দিন আগেও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। অথচ এমন একটি দলকে ভয় পাচ্ছে না মাশরাফিরা। ‘ঘরের মাঠে যে কোন দলই বাঘ’ আখ্যা দিয়ে বাংলাদেশই এগিয়ে রাখলেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সম্ভবনা নিয়ে সাব্বির বলেন, ‘যে যখন হোমে খেলবে সেই হচ্ছে বাঘ। আমারা হোমে খেলছি, তারা এখানে আসছে। আগে তারা কি করেছে ওগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, আমরা ভলো ব্যাটি-বোলিং-ফিল্ডিং করতে পারছি কি না।’ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে। আর এই তিনটি জয় সর্বশেষ চার ম্যাচে। ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা। অর্থাৎ সাম্প্রতিক সময়ে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ দারুণ এগিয়ে। তাই সে আত্মবিশ্বাস সামনের সিরিজেও কাজে দেবে বলে বিশ্বাস করেন সাব্বির।‘বিশ্বকাপের ওদের আমরা হারিয়েছি, এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো খেলি, ইনশাল্লাহ সিরিজ জিততে পারবো।’উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement