দেশজুড়ে

আদালতে নেয়া হয়েছে বদরুলকে

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে (২৩) কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত বদরুল আলমকে আদালতে নেয়া হয়েছে। বুধবার বেলা সোয়া ২টায় তাকে ওসমানী হাসপাতাল থেকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উম্মে সারাবান তহুরার এজলাসে রাখা হয়েছে। বদরুল ওই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানিয়েছে পুলিশ। মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জাগো নিউজকে জানান, আহত খাদিজার চাচার দায়ের করা মামলার আসামি বদরুল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে বদরুল পুলিশকে জানায়, খাদিজার ওপর হামলার ঘটনায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে দেবে। বদরুলকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। কিছুক্ষণ পর বিচারক তার জবানবন্দি রেকর্ড করবেন বলে আশা করা হচ্ছে।প্রসঙ্গত, গত সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রির (পাস) ছাত্রী খাদিজা। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭)।বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজা চিকিৎসাধীন। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে শাহপরান থানায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেছেন।ছামির মাহমুদ/এআরএ/এবিএস

Advertisement