অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’ আজ (শুক্রবার) সারা দেশে ২৫টি হলে মুক্তি পেয়েছে। ছবিতে সংগীতশিল্পী আবিদা সুলতানার গাওয়া ‘বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর...’ গানটি ব্যবহার করা হয়েছে। তবে গানটি অনুমতি ছাড়া ব্যবহার করায় ‘জিরো ডিগ্রী’র পরিচালককে উকিল নোটিশ পাঠিয়েছেন আবিদা সুলতানা।আবিদা সুলতানা জানান, আমি গত পরশু দিন জেনেছি, আমার গাওয়া গানটি ‘জিরো ডিগ্রী’ ছবিতে ব্যবহার করা হয়েছে। পরে আমি ছবির পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছবির প্রযোজক নাকি গানটি ছবিতে ব্যবহার করতে বলেছেন।আবিদা সুলতানা আরও বলেন, বিমূর্ত এই রাত্রি আমার..’ গানটি গেয়ে পুরো উপমহাদেশে আমি জনপ্রিয়তা পেয়েছি। আমি এখনো কনসার্টে এবং বিদেশে শো করতে গেলে এই গান গেয়ে থাকি। আমার অনুমতি ছাড়া গানটি করায় আমি সত্যি খুব আহত হয়েছি। বৃহস্পতিবার আমি ছবির পরিচালক ও প্রযোজক সমিতির কাছে উকিল নোটিশ পাঠিয়েছি।উকিল নোটিশ প্রসঙ্গে ‘জিরো ডিগ্রী’ ছবির প্রচারণা বিভাগের প্রধান বান্টি মীর বলেন, আবিদা সুলতানা নিঃসন্দেহে অনেক ভালো সংগীতশিল্পী। আমরা তাঁকে অনেক সম্মান করি। কিন্তু গানের কপিরাইট সংগীত পরিচালকের কাছে থাকে। তাই আমরা বিষয়টি নিয়ে ভাবিনি। আমরা গানটি নতুন করে করেছি।এ প্রসঙ্গে আবিদা সুলতানা বলেন, এই গানটি যখন ‘সীমানা পেরিয়ে’ ছবিতে ব্যবহার করা হয়, তখন কপিরাইটের বিষয়টি সেভাবে ছিল না। গানটির সুরকার ভূপেন হাজারিকা এবং ছবির পরিচালক ও প্রযোজক আলমগীর কবির এখন কেউই বেঁচে নেই।গানটির স্বত্ব এখন কার কাছে- জানতে চাইলে আবিদা সুলতানা বলেন, আড়াই বছর আগে আমি গানটির কপিরাইট সরকারিভাবে আমার নামে রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশনের কাগজ এখন আমার কাছে আছে।আবিদা সুলতানা অনুযোগ করে বলেন, আমি এখনো কোনো শিল্পীর গান গাওয়ার আগে তাঁর কাছে অনুমতি নিয়ে নিই। যদি সেই শিল্পী আমার বন্ধুও হয়, তবুও তাঁর অনুমতি নেই। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমার আফসোস একটাই, গানটি ছবিতে ব্যবহার হলো অথচ আমাকে জানানো হয়নি।এএইচ/পিআর
Advertisement