আন্তর্জাতিক

নির্যাতনের যন্ত্রপাতি রফতানিতে ইউরোপীয় ইউনিয়নের কঠোর আইন

নির্যাতনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি রফতানি বন্ধে আইন কঠোরের প্রস্তাবে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় পার্লামেন্ট ঐ অঞ্চল থেকে নির্যাতনের যন্ত্রপাতি অন্যত্র রফতানির ওপর আইন আরো কঠোর করার এক প্রস্তাবে সায় দিয়েছে। খবর বিবিসির। স্ট্রাসবুর্গে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ভোটে ইউরোপের নির্যাতন-বিরোধী আইন ২০০৫ সালের দুর্বলতাগুলো সংশোধনের প্রস্তাব আনা হয়। ওই প্রস্তাবের মধ্যে যন্ত্রপাতি অন্যত্র রফতানির বিষয়টি তুলে ধরা হয়।নির্যাতন যন্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র, নানা ধরনের শেকল এবং হাতে ব্যথা লাগে এমন হ্যান্ডকাপ।নতুন আইনে প্রাণদণ্ডে ব্যবহৃত রাসায়নিক ওষুধ এবং নির্যাতনের ওপর প্রশিক্ষণ দেয়াও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নির্মাতারা এসব যন্ত্রপাতির ওপর কোন বিজ্ঞাপনও প্রচার করতে পারবেন না বলে জানানো হয়েছে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মানুষের ওপর নির্যাতন চালানোর সরঞ্জামের একটি বড় ধরনের বাজার রয়েছে।ইউরোপে এখন আইন কঠোর হওয়ার ফলে এই ‘লজ্জাজনক ব্যবসা’ বন্ধে আরো একধাপ অগ্রগতি হলো বলে সংস্থাটি দাবি করছে।টিটিএন/পিআর

Advertisement