দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা বিভাগের বিপক্ষে আগের ম্যাচেই ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলে আর মাঠেই নামা হয়নি তার। তবে ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বল হাতে ঝলক দেখালেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মাত্র ২৬ রান করেই সাজঘরে ফিরে গেছেন তিনি। বরিশালের প্রথম ইনিংসে দেওয়া ৪১৯ রানের জবাবে ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের ৬৬ তম ওভারে ব্যাট হাতে মাঠে নামের আশরাফুল। প্রথম বলে চার মেরে নিজের রানের খাতা খুলেন তিন বছর পর মাঠে ফেরা এই ব্যাটসম্যান। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সুযোগ ছিল নিজের ইনিংসটাকে বড় করার। তবে তা করতে ব্যর্থ হয়েছে আশরাফুল। ৬৩ বলে ৩ চারে ২৬ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এর আগে বল হাতে দারুণ সাফল্য পান আশরাফুল। ২১ ওভার বল করে ৬২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।এমআর/পিআর
Advertisement