ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে নামে বিসিবি একাদশ। পূর্ব ঘষিত এ দলে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে ছিলেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। কিন্তু মঙ্গলবার এ একাদশে হঠাৎই যোগ দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।আফগানিস্তানের বিপক্ষে মুশফিকের কিপিং নিয়ে অনেক সমালোচনা হয়। দ্বিতীয় ম্যাচে ক্যাচ মিস ছাড়াও গুরুত্বপূর্ণ সময়ে স্ট্যাম্পিং মিস করে বিতর্কের মুখে পড়েন তিনি। শেষ ম্যাচেও সহজ ক্যাচ ছাড়েন এ উইকেটরক্ষক। তাই ইংল্যান্ড সিরিজের আগে বাড়তি প্রস্তুতি হিসেবে হঠাৎই দলে আসেন মুশফিক।তবে বিসিবির এক সূত্র জানিয়েছে নিজের সিদ্ধান্তেই ইংলিশদের বিপক্ষে এ ম্যাচে খেলছেন মুশফিক। সাম্প্রতিক সময়ে ব্যাটে রান খরা কাটাতে ও উইকেটের পিছনে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে মুশফিক এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছে সে সূত্র। তবে মুশফিক হঠাৎ দলে যোগ দিলেও এ দলে ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাওয়া চারজন খেলোয়াড় আগেই ছিলেন। সদ্য আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাসির হোসেনের সঙ্গে রয়েছেন পেসার আল-আমিন হোসেন।আরটি/এমআর/পিআর
Advertisement