`কিসের শোক করিস ভাই/ আবার তোরা মানুষ হ/ গিয়াছে দেশ, দুঃখ নাই/ আবার তোরা মানুষ হ`। দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে এমনই কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। গানটির সুর-সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, `বর্তমান রাজনৈতিক সহিংসতায় দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। হানাহানি ও রেষারেষির রাজনীতির কারণে প্রতিদিনই সাধারণ মানুষ মারা যাচ্ছে। এমনটি আমরা আর দেখতে চাই না। আমরা মানুষের উন্নয়ন ও কল্যাণের রাজনীতি দেখতে চাই। সে ভাবনা নিয়েই গানটি করেছি।` শাফিন আরো বলেন, `গানের কথাগুলো দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা থেকে নেয়া হয়েছে। এর কথাগুলোর মধ্যে রেষারেষি ও শত্রুতা বন্ধের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কবি এখানে অপশক্তির সঙ্গে জড়িতদের মানুষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসবাদ বন্ধ হলে এ দেশ অচিরেই সোনার বাংলায় পরিণত হবে বলে আমি আশা করি।`এদিকে, ভ্যালু অ্যাডেড সার্ভিস এসএমএস টুইটিতে থাকা ভক্তদের জন্য নতুন একটি গান তৈরি করেছেন শাফিন আহমেদ। গানটির শিরোনাম হচ্ছে `সেকেন্ড, মিনিট, ঘণ্টা`। এর কথা লিখেছেন জামিউর রহমান রনিম। নতুন এ গানটি শুধু এসএমএস টুইটিতে শোনা যাবে বলে জানিয়েছেন শাফিন আহমেদ।এইচএন/এমএস
Advertisement