দমকা হাওয়া ও পদ্মায় প্রবল স্রোত থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ব্যাবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, এ রুটে বর্তমানে ফেরি চলাচল করছে। প্রবল স্রোতের কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল করবে না।তবে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কারণে রাজধানীমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া প্রান্তে কয়েকশ যানবাহন যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে।এ নৌ রুটে বর্তমানে ৯টি রোরো (বড় ফেরি), ৩টি কেটাইপ (ছোট ফেরি) ও ৩টি ইউটিলিটি (অল্প পানিতে চলতে সক্ষম) চলাচল করছে।বৈরী আবহাওয়ায় কেটাইপ ও ইউটিলিটি ফেরি চলাচল কিছুটা ঝুকিপূর্ণ হলেও যানবাহনের অতিরিক্ত চাপ ও শত শত যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে ফেরিগুলো চলাচল করছে। তবে পারাপারে কিছুটা সময় লাগছে বলে জানান বিআইডব্লিউসি ব্যবস্থাপক।
Advertisement