জাতীয়

রাজধানীতে ছয় ফার্মেসিকে ১৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর কোতোয়ালি থানাধীন মিডফোর্ড ও বাবুবাজারে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা। এ ঘটনায় ছয় ফার্মেসিকে সাড়ে ১৫ লাখ টাকাসহ আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে এ আট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানকালে ৬টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের রেজিস্টার্ডবিহীন ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে এসব ওষুধ ধ্বংস করা হয়।র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার গোলাম আম্বিয়া মাহমুদ ও সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া ও রাকিবুল হাবিব।র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, অভিযানকালে মেসার্স রাসেল ড্রাগ হাউজ, সুরইয়া মেডিসিন কর্ণার, ওয়াফা এজেন্সি, ফার্মা ভিউ, শরীফ কর্পোরেশন এবং মা ফাতেমা ফার্মেসি থেকে বিপুল পরিমাণ রেজিস্টার্ডহীন ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। পরে মেসার্স রাসেল ড্রাগ হাউজের মালিক জাহাঙ্গীর আলমকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং তার সহকারী ওষুধ বিক্রেতা সানি ও সাব্বির প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের জেল, সুরাইয়া মেডিসিন কর্ণারের মালিক জুয়েলকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল, ওয়াফা এজেন্সির সহকারী বিক্রেতা ফরহাদ হোসেনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল, ফার্মা ভিউয়ের মালিক দেওয়ান খায়রুল কবিরকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল, শরীফ কর্পোরেশনের মালিক জোবায়ের শরীফকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং একই অপরাধে মা ফাতেমা ফার্মেসি’র মালিক নাসিরকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।জেইউ/এএম

Advertisement