ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর উক্তি প্রকাশের অভিযোগে দায়ের করা মামলাটি সরকারের অনুমতি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলাম গুলশান থানা পরিদর্শকে সরকারের অনুমতি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।এর আগে রোববার সকালে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে মামলাটি করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (রোববার) রাতে ইরাদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশে ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ একই দিন রাতে আরেকটি স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করে তিনি বঙ্গবন্ধুকে কটূক্তি করেন। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর রাতে আরেকটি স্ট্যাটাসেও তিনি জাতির পিতাকে কটূক্তি করেন।জেএ/এসএইচএস/এবিএস
Advertisement