জাতীয়

টেলিটকের কাছে সরকারের পাওনা ১৬০০ কোটি টাকা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সেলফোন কোম্পানিগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে সরকারের বকেয়া এক হাজার ৬১০ কোটি টাকা। এছাড়া সিটিসেলের কাছে সরকারের বকেয়া প্রায় ৪৮৪ কোটি টাকা। জাতীয় সংসদে রোববার চাঁপাইনবাবগঞ্জের মোহা. গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, টেলিটক রাষ্ট্রায়ত্ত বিধায় ওই বকেয়া ইক্যুইটি বার পেইড আপ ক্যাপিটাল হিসেবে এডজাস্ট করার এখতিয়ার সরকারের আছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন। প্রতিমন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থবছরে র‌্যাভিনিউ শেয়ারিং বাবদ এক হাজার ১৩৭ কোটি ৯৮ লাখ টাকা, লাইসেন্স ফি বাবদ ৪০ কোটি ৫০ লাখ টাকা এবং স্পেকট্রাম চার্চ বাবদ ৩২৫ কোটি ৫৬ লাখ টাকা আদায় হয়েছে। অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে মোবাইল কোম্পানির কাছ থেকে মোট আদায় হয়েছে এক হাজার ৫০৭ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে আদায়ের পরিমাণ ছিল ১ হাজার ৩৬৯ কোটি টাকা।এইচএস/জেএইচ/এবিএস

Advertisement